সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রীর অনুমতি না নিয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে মনোয়ার হোসেন (৫০) নামে এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় প্রথম স্ত্রী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মনোয়ার হোসেন উপজেলার রঘুনিলি মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং পৌর এলাকার শোলাপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে। আর দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েটি শোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্কুলশিক্ষকের প্রথম স্ত্রী অভিযোগ করে বলেন, ‘‘বিভিন্ন মাধ্যমে জানতে পারি, দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে মনোয়ারের প্রেমের সম্পর্ক চলছে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাদের এককক্ষে পাই। এ সময় তাদের সম্পর্কের বিষয়ে জানতে চাইলে জানানো হয়, তারা বিয়ে করেছেন।’’
তিনি আরো বলেন, ‘‘এর আগে, নিজ স্কুলের এক ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়েছিলেন মনোয়ার। আমি নিজেও স্কুলশিক্ষক। আমার বড় মেয়ের বিয়ে হয়েছে। মান সম্মানের কথা চিন্তা করে গোপনে স্বামীকে শোধরানোর চেষ্টা করি। কিন্তু, কোনো কাজ হয়নি। তাই, বাধ্য হয়ে থানায় অভিযোগ দিয়েছি।’’
অভিযোগের বিষয়ে জানতে স্কুলশিক্ষক মনোয়ার হোসেনের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেনি।
তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, ‘‘স্কুলশিক্ষকের বিরুদ্ধে তার প্রথম স্ত্রী অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’