বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে বিএনপির পূর্বঘোষিত দুই কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
সেগুলো হলো- ১ ডিসেম্বর চট্টগ্রামের কালুরঘাটে ‘বিজয়ের মাসে, বিজয়ের মশাল’ শিরোনামের কর্মসূচি এবং ৪ ডিসেম্বর সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশ।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম।
তিনি বলেন, ‘‘দলীয় প্রধান অসুস্থ থাকায় পূর্বনির্ধারিত দুটি কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। জেলা ও উপজেলা ইউনিটগুলোকে পরবর্তী সময়ে নতুন কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।’’