পর্নোগ্রাফি আইনের মামলায় জেড এম খান শাহরিয়ার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পিরোজপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ঢাকা থেকে পিরোজপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। শাহরিয়ার পিরোজপুরের সদর উপজেলার নামজপুর গ্রামের আব্দুল সোবহান খানের ছেলে।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান গ্রেপ্তারের জানিয়েছেন। তিনি জানান, ২০১৭ সালে ঢাকার পল্টন থানায় দায়ের পর্নোগ্রাফির মামলায় শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলায় করা অভিযোগের বিষয়ে জানা যায়, মামলার বাদী রবিউল মিনার শামীমের শ্যালিকার বাসায় শাহরিয়ার ভাড়া ছিলেন। সেই সুবাধে শাহরিয়ারের সঙ্গে তার শ্যালিকার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুযোগে শাহরিয়ার ওই তরুণীকে অন্য বাসায় নিয়ে গোপনে অর্ধনগ্ন ছবি ও ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নেয়।