বিএনপির নমিনেশন চেয়ে যারা পাননি তাদের দুঃখ ভুলে দলের হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে শরীয়তপুর শহরের পালংবাজারে গণসংযোগকালে এ আহ্বান জানান তিনি।
সাঈদ আহমেদ আসলাম বলেন, ‘‘বিএনপি বড় দল। ফলে একের অধিক মনোনয়ন প্রত্যাশী থাকাটাই স্বাভাবিক। কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সবাইকে মনোনয়ন দেয়া সম্ভব নয়। এ কারণে যারা মনোনয়ন চেয়ে পাননি তারা যেন রাগ-ক্ষোভ না করে, দলের হয়ে কাজ করেন।’’
তিনি আরও বলেন, ‘‘আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। সবার সমর্থন নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। যারা দলকে ভালোবাসেন তারা অবশ্যই দলের হয়ে কাজ করবেন।’’
এ সময় সাঈদ আহমেদ আসলাম দলীয় নেতাকর্মীদের নিয়ে পালং বাজারে গণসংযোগ করেন। সবাইকে বিএনপিকে জয়যুক্ত করার জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুরে-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সাঈদ আহমেদ আসলামের। তার গ্রামের বাড়ি সংসদীয় আসন-৩ (ডামুড্যা-গোসাইরহাট) এলাকায়। এদিকে সাবেক তিনবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন সরদার কালুকে মনোনয়ন না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার পক্ষের নেতাকর্মীরা। তারা আসনের মনোনয়ন পুনরায় বিবচনার জন্য বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন।