সারা বাংলা

উত্তরবঙ্গের সম্ভাবনাকে ভারতের প্রেসক্রিপশনে নষ্ট করা হয়েছে: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, “বিগতদিনে যারা নেতৃত্বে ছিলেন তারা উত্তরবঙ্গের সম্ভাবনাকে কাজে লাগাতে পারেননি। উত্তরবঙ্গের কৃষির যে অপার সম্ভাবনা ছিল, সেটাকে নষ্ট করা হয়েছে। এ দিকের যে বন্দরগুলো আছে সেগুলোসহ অনেক কিছু ভারতের প্রেসক্রিপশনে নষ্ট করা হয়েছে।” 

শনিবার (৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর বাজারে ছাত্র-যুব ও নাগরিক সমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। চিরিরবন্দর খানসামা উন্নয়ন ফোরাম এই সমাবেশের আয়োজন করে।

সাদিক কায়েম বলেন, “উত্তরবঙ্গের সবাইকে শপথবদ্ধ হতে হবে। উত্তরবঙ্গকে যদি ঢেলে সাজাতে হয়, তাহলে আমাদের উত্তরবঙ্গের ইনসাফের প্রতিনিধিদের আসন্ন নির্বাচনে জয়ী করে আনতে হবে।”

তিনি বলেন, “আজকে সারা দেশে গণজোয়ার তৈরি হয়েছে। সারা দেশে আজকে নিরব বিপ্লব হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণরা আজকে ইনসাফেন পক্ষে অবস্থান নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণরা ইনসাফের পক্ষে রায় দিয়েছেন। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ।” 

চিরিরবন্দর উপজেলা জামায়েতের আমির প্রভাষক মো. রাশেদুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা। প্রধান আলোচক ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ।