সারা বাংলা

জামায়াত দায়িত্ব পেলে ইসলামের ভিত্তিতে রাষ্ট্র চালাবে: এটিএম আজহারুল 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ‍“আগামী নির্বাচনে জামায়াত যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায়, তাহলে ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে। বর্তমান আইন মানুষের তৈরি এবং বর্তমান সংবিধান পুরোপুরি ইসলাম ভিত্তিক নয়।”

রবিবার (৭ ডিসেম্বর) সকালে নীলফামারীর কিশোরগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্থ ৯০টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এটিএম আজাহারুল ইসলাম বলেন, “দেশের সরকার জনগণের জন্য যত কাজ পারে, তা একটা দল ও ব্যক্তির পক্ষে করা সম্ভব না। জামায়াতে ইসলাম যদি আপনাদের ভোটে সংখ্যাগরিষ্টভাবে সরকার গঠন করে, তাহলে আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে জনগণের পাশে সবসময় থাকব।” 

জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির কিশোরগঞ্জ উপজেলা আমির আব্দুর রশিদ শাহ। এসময় দলের রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশিদ, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, নায়েবে আমির ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল মুনতাকিম বক্তব্য দেন।