সারা বাংলা

নীলফামারীতে খাবারে পোড়া তেল ও রঙ ব্যবহার, জরিমানা 

নীলফামারীর সদর উপজেলায় একটি বেকারিতে কাপড়ে ব্যবহৃত রঙ ও পোড়া তেল ব্যবহার করায় আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের অবিনাশের মোড় এলাকায় সততা বেকারিতে অভিযান চালানো হয়। 

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম, সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আবু তালেব উপস্থিত ছিলেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, কাপড়ে ব্যবহৃত রঙ ও পোড়া তেল ব্যবহার করার প্রমাণ পাওয়া যায় সততা বেকারিতে। আইন অনুযায়ী ওই বেকারিকে আট হাজার টাকা জরিমানা করা হয়। বেকারি কর্তৃপক্ষ তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করে।