সারা বাংলা

নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তরুণের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাহিনুল হক শাহিন (১৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার বামন্দি-কাজিপুর সড়কের গোলাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহিনুল হক শাহিন উপজেলার কাজিপুর গ্রামের সাদিমান হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শাহিনুল মোটরসাইকেলে সাহেবনগর গ্রাম থেকে কাজিপুরের দিকে যাচ্ছিল। কাজিপুর গোলাম বাজার এলাকায় পৌঁছালে একটি ইজিবাইক ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয় শাহিনুল। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, ‘‘নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’’