সারা বাংলা

নোয়াখালীতে গ্যাস সরবরাহের দাবিতে সড়কে বিক্ষোভ 

নোয়াখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গ্যাস সরবরাহ সচল রাখার দাবিতে সড়ক অবরোধ ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের নোয়াখালী আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা বিক্ষোভ করেন। এ সময় গ্যাস ডিস্ট্রিবিউশন  অফিসের সামনের সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিযন্ত্রণ করে।   

আন্দোলনকারী নাজমুল নাহার, নাজমা আক্তার ও মোজ্জামেল হোসেন জানান, দীর্ঘদিন ধরে নোয়াখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের গ্রাহকরা নিয়মিত গ্যাস পাচ্ছেন না। ফলে গৃহস্থালির কাজে তারা চরম ভোগান্তি পোহাচ্ছেন।

একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোন সমাধান মেলেনি। এ কারণে বাধ্য হয়ে আজ তারা সড়ক অবরোধ ও অফিস ঘেরাও করেন। অবরোধের কারণে অফিসংলগ্ন ইসলামিয়া সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। 

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রবিউশনের জেনারেল ম্যানেজার ইকবাল হোসেন বলেন, ‍“আমরা ঊর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধানের চেষ্টা করব। আগামী এক সপ্তাহ সময় নিয়েছি আমরা।”

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান,  পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্যাস গ্রাহকদের রাস্তা থেকে সরিয়ে দেয় এবং কর্তৃপক্ষের সঙ্গে তাদের আলাচনার ব্যবস্থা করে।