সারা বাংলা

টেকনাফে অস্ত্রসহ ৩ পাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ৭

কক্সবাজারের টেকনাফ পাহাড়ে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তিন মানবপাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। পাশাপাশি পাচারের জন্য পাহাড়ে জড়ো করা নারী-পুরুষ ও শিশুসহ সাতজনকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের কেরনতলীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর। 

আটক ব্যক্তিরা হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবনিয়া এলাকার আবদুর রহমান (৩২), হামিদ হোসেন (২৮) এবং বড় ডেইল এলাকার হেলাল উদ্দীন (৩০)।

উদ্ধার হওয়ারা হলেন- তসলিমা (২৫), মো. সোহাইল (৪), হোসেনা বিবি (৫), হাসনা (১৮), শাহিদা (১৯), বশির আহমেদ (২৬) এবং উখিয়ার ইনানী জালিয়াপালং এলাকার নুর মোহাম্মদ (৪০)।

লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর জানান, পূর্বে আটক পাচারকারীদের তথ্য ও গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য কয়েকজনকে পাহাড়ে আটক রাখা হয়েছে। গতকাল রবিবার রাতে বাহারছড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পাচারের জন্য জড়ো করা ব্যক্তিদের উদ্ধার এবং তিন পাচারকারীকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার ব্যক্তি, জব্দ অস্ত্র ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মানবপাচার দমনে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এ কর্মকর্তা।