সারা বাংলা

নরসিংদীতে দু’পক্ষে সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত 

নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা চরাঞ্চলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত হয়েছে। উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দড়িগাঁও এলাকায় সংঘর্ষ হয়। মৃত যুবকের নাম মামুন মিয়া (২৫)। তিনি কুয়েতপ্রবাসী। মাত্র ১৫ দিন আগে দেশে আসেন। 

নিহত মামুন মিয়া দড়িগাঁও এলাকার আব্দুল আউয়াল মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিলক্ষা এলাকায় দীর্ঘদিন ধরে প্রয়াত শহীদ মেম্বার পক্ষ ও ফেলু মিয়া পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সোমবার (৮ ডিসেম্বর) সকালে স্থানীয় বাজারে ফেলু মিয়ার জামাতার সঙ্গে মামুনের কথাকাটাকাটির জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরে দুই পক্ষ সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং একে অপরের দিকে গুলি ছোড়ে। এতে মামুনসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়। 

গুরুতর আহত অবস্থায় মামুনসহ তিনজনকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। তার বাবা আব্দুল আউয়াল মিয়া (৫৫) এবং পরশ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, “ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।’’