নড়াইলের লোহাগড়া উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলমের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এতে করে তিনি স্বপদ ফিরে পেলেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলীয় নীতি-আদর্শের পরিপন্থী কার্যকলাপের অভিযোগে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর লোহাগড়া উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলমকে যুবদল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। দেড় বছর পর বৃহস্পতিবার তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এতে আগের পদ ফিরে পেয়েছেন তিনি।
খান মাহমুদ আলম উপজেলার দোয়া মল্লিকপুর গ্রামের মৃত বনি আমিন খানের ছেলে।