গোপালগঞ্জ-১ আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ বলেছেন, ‘‘জামায়াতে ইসলামী ইতোমধ্যে ঘোষণা করেছে, ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে ৫ ঘণ্টা করা হবে। একইসঙ্গে কৃষকদের সার-কীটনাশকসহ কৃষি সংশ্লিষ্ট জিনিসপত্র ফ্রিতে দেওয়া হবে।’’
শুক্রবার (১২ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর আনন্দ মিছিল শেষ এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
আব্দুল হামিদ বলেন, ‘‘আপনারা এই মিছিলে যোগ দিয়ে জানিয়ে দিয়েছেন, এই দেশের মানুষ সন্ত্রাসমুক্ত; ঘুষমুক্ত একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণে জামায়াতে ইসলামীকে পছন্দ করে। জামায়াতে ইসলামীর এই সৎ নেতৃত্ব থাকলে দেশ থেকে দুর্নীতি চির বিদায় হবে। একটি সুখী, সুন্দর সমৃদ্ধশালী সমাজ ব্যবস্থা কায়েম হবে।’’