খুলনা মহানগরে অবৈধ অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মহানগরের জোড়াগেট এলাকার এইচআরসি ভবনের পাশের একটি গলিতে পরিচালিত বিশেষ অভিযানে এই কারখানাটি শনাক্ত করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে।
কারখানা থেকে অস্ত্র তৈরির সাচ, সীসা, ট্রিগার, ট্রিগার গার্ডসহ ৩০/৩৫ টি অস্ত্রের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে পরিচালিত অবৈধ অস্ত্র তৈরির কার্যক্রমের প্রমাণ মেলে। শহরের জনবহুল ও মধ্যবর্তী এলাকায় এমন একটি কারখানার অস্তিত্ব প্রকাশ পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ডেপুটি কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা হলেন স্থানীয় দোহা আয়রন ফাউন্ডার কারখানার মালিক নজরুল ইসলাম, কারিগর শহিদুল ইসলাম (৫৮) ও আকবর আলী (৫৮)।
এ বিষয়ে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম বলেন, “কারখানা থেকে অস্ত্র তৈরির ছাঁচ, সীসা, ট্রিগার, ট্রিগার গার্ডসহ আনুমানিক ৩০ থেকে ৩৫টি অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সরঞ্জামগুলো দিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রস্তুত করা হতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।”