সারা বাংলা

নারায়ণগঞ্জ-৫: নির্বাচন না করার ঘোষণা দিলেন বিএনপির প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন। পরিবার ও নিজের নিরাপত্তা জনিত কারণে এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে দেড়টার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির এ নেতা নিজের সিদ্ধান্তের কথা জানান। 

মাসুদুজ্জামান মাসুদ বলেন, ‍“সবার আগে পরিবার ও নিরাপত্তা। আমার পরিবার আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিগত কিছুদিনের ঘটনায় পরিবারের সদস্যরা ব্যথিত। এছাড়া কিছু নিরাপত্তাজনিত ইস্যু আছে। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত নয়।”

গত শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মতিঝিল এলাকায় গণসংযোগ করে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে আহত হন। তখন তিনি অটোরিকশায় ছিলেন। মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তাকে গুলি করে। 

হাদির ওপর হামলার ঘটনা রবিবার গভীর রাতে রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়েছে। পুলিশ বলেছে, হাদির পরিবারের সম্মতি নিয়ে এই মামলা করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। অবশ্য গুলি চালানোর জন্য মূল অভিযুক্ত ও তাকে বহনকারী মোটরসাইকেলের চালককে এখনো গ্রেপ্তার করা যায়নি।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।