সারা বাংলা

কেরানীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন বলসুতা গ্রামের মেকাইল বড় মাদ্রাসার উত্তর পাশে সুজন হাউজিং কলাবাগানের ভেতর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৪৫ বছর।

স্থানীয়রা জানিয়েছেন, সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে কলাবাগানের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে ১ থেকে ২ দিন আগে হত্যা করে ওই স্থানে ফেলে রাখা হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেছেন, নিহত ব্যক্তির হাত ও পা বাঁধা অবস্থায় ছিল, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত বহন করে। এ বিষয়ে গুরুত্বের সঙ্গে তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অবহিত করা হলে রাত আনুমানিক ২টার দিকে পিবিআইর একটি দল ঘটনাস্থলে এসে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। 

নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।