সারা বাংলা

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু 

মহান বিজয় দিবস উপলক্ষে এক দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। স্বাভাবিক আছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার। 

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান। 

তিনি জানান, মহান বিজয় দিবস উপলক্ষে এক দিন বন্ধের পর বুধবার সকাল থেকে ভারতের সঙ্গে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে অভ্যন্তরীণ সব কার্যক্রম। ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। পণ্য আনলোডের পর দেশি ট্রাকে লোড করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। 

হিলি ইমিগ্রেশনের ওসি আরিফুল ইসলাম বলেছেন, বিজয় দিবস উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। আজও স্বাভাবিক আছে।