সুনামগঞ্জের দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১০ জন।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার সাকিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ইসলাম উদ্দিন (৫০)।
দিরাই থানার ওসি এনামুল হক বলেন, ‘‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাকিতপুর গ্রামের দুই যুবকের মধ্যে ঝগড়া হয়। পরে এ নিয়ে সাজুল মিয়া ও মাসুক মিয়ার গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ইসলাম উদ্দিন আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’