সারা বাংলা

রংপুরের ২টি আসন থেকে ইসলামী আন্দোলনের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের দুটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলমের কাছ থেকে রংপুর-১ (গংগাচড়া) আসনে দলের জেলা সভাপতি এটিএম গোলাম মোস্তফা বাবু এবং রংপুর-৩ (সদর) আসনে মহানগর সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

মনোনয়নপত্র উত্তোলনের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় রংপুর-১ আসনের প্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবু বলেন, “বিপ্লব পরবর্তী ইসলামী গণজোয়ারে হাতপাখা হবে সাধারণ মানুষের আশা-ভরসার প্রতীক। জনগণের ভোটে বিজয়ী হয়ে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা, কৃষি সংকট ও অর্থনৈতিক বৈষম্য দূর করা হবে।”

রংপুর-৩ (সদর) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল বলেন, “এবার ভোটের মাঠে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখা প্রতীক বিজয়ের মুখ দেখবে।

রংপুর-১ আসনে এটিএম গোলাম মোস্তফা বাবু মনোনয়নপত্র নেন

এদিকে, বুধবার সন্ধ্যায় রংপুর-৩ সদর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। তার মনোনয়ন সংগ্রহ নিয়েও এরই মধ্যে আসনটিতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

আনোয়ারা ইসলাম রানী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ২৩ হাজার ৩৩৯ ভোট পেয়েছিলেন।