সারা বাংলা

চট্টগ্রামে দেড় লাখ পিস ইয়াবা জব্দ, আটক ১

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ধুমপাড়া এলাকা থেকে প্রায় দেড় লাখ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় মো. নাছির নামে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে মাদকের এই চালান জব্দ হয় বলে জানান র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন। 

তিনি জানান, গোপন তথ্য পেয়ে পতেঙ্গা থানার ধুমপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় দেড় লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক করা হয় মো. নাছির নামে এক ব্যাক্তিকে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।