বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে কাঠের পোল-সংলগ্ন এলাকা থেকে সাকিব হাওলাদার (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে বাকেরগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
সাকিব হাওলাদার বরিশালের দুমকি উপজেলার চর বয়ড়া এলাকার জসিম হাওলাদারের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ জানায়, সাকিবের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। এসব আঘাত দেখে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, সড়ক দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের হামলা, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
বাকেরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।