ইনকিবাল মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর ঘটনায় দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে শহরের মুন্সিপাড়া এলাকায় অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল বের করেন তারা। একপর্যায়ে তারা টায়ার জ্বালিয়ে দিনাজপুর–ফুলবাড়ী মহাসড়ক অবরোধ করেন। পরে পলিটেকনিক ইনস্টিটিউট মোড়ে গিয়ে আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে রেলপথ অবরোধ করেন।
অবরোধের ফলে দিনাজপুর রেলস্টেশনে ঢাকাগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। ট্রেনটি দেড় ঘণ্টার মতো স্টেশনে আটকে ছিল।
বিক্ষোভকারীরা জানান, একজন আপসহীন সংগ্রামীর মৃত্যু হলেও ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী ও আসামিদের বিরুদ্ধে এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভারত থেকে পরিচালিত এই অপরাধের বিচার না হওয়া এবং অপরাধীদের গ্রেপ্তার না করা রাষ্ট্রীয় ব্যর্থতার স্পষ্ট প্রমাণ।
তারা জানান, এই অবিচারের বিরুদ্ধে এবার রাজপথেই জবাব দেওয়া হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে জীবন দেওয়া ওসমান হাদীকে শহীদ হিসেবে স্মরণ করা হচ্ছে। তাকে হত্যার ন্যায্য বিচার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুন্নবী জানান, ওসমান হাদির মৃত্যুর খবরে বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনতা মশাল মিছিল করে সড়ক ও রেলপথ অবরোধ করেন। পরে অবরোধ তুলে নিলে রাত দেড়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।