সারা বাংলা

পূবাইলে কার্টন কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুর মহানগরীর পূবাইলে একটি কার্টন তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ৩টার দিকে বসুগাঁও এলাকার দিশারী কম্পোজিট লিমিটেড কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সময় আগুন নিয়ন্ত্রণে আসেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ কার্টন ও কাঁচামাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানায়, টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি, গাজীপুর ফায়ার স্টেশনের ২টি এবং জয়দেবপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। তবে, কারখানাটিতে বিপুল পরিমাণ সামগ্রী মজুদ থাকায় আগুন দ্রুত বিস্তার লাভ করেছে এবং নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। আগুনের তীব্রতায় কারখানার একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, ‘‘এ ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, নিরাপত্তার স্বার্থে কারখানার আশপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে।’’

তিনি আরো বলেন, ‘‘আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’’