ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো। রাইজিংবিডির প্রতিনিধিদের পাঠানো খবর—
সিলেট ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সিলেট। বৃহস্পতিবার মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শুক্রবার জুমার নামাজ শেষে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
গাজীপুর ওসমান হাদির হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরের কালীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার পুরাতন ব্যাংকের মোড়ে ছাত্র-জনতার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়েছে।
খাগড়াছড়ি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে শুক্রবার বাদ জুমা খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে জুলাই ঐক্য মঞ্চসহ বিভিন্ন সংগঠন। মিছিলে জুলাই যোদ্ধাসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন।
বগুড়া শরিফ ওসমান হাদিকে হত্যার বিচারের দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এনসিপি বগুড়া জেলা শাখা। শুক্রবার বেলা ৩টা ২০ মিনিট থেকে মহাসড়ক অবরোধ করেন দলটির নেতাকর্মীরা। প্রায় ২৫ মিনিট অবস্থানের পর মহাসড়ক ছেড়ে দান তারা।
মাদারীপুর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় জড়ো হন তারা। পরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
রংপুর শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রংপুরে শোক র্যালি করেছে বিপ্লবী ছাত্র-জনতা। শুক্রবার দুপুর ২টার দিকে নগরীর জুলাই মঞ্চের সামনে জড়ো হন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। বেলা ৩টার দিকে জুলাই মঞ্চ থেকে শোক র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নাটোর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের পরিচিত কণ্ঠ শরিফ ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা। শুক্রবার বাদ জুমা নাটোর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর ভবানিগঞ্জ মোড়স্থ জুলাই স্মৃতিস্তম্ভের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।
মেহেরপুর শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জুলাই ঐক্য পরিষদের ব্যানারে মেহেরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টায় মেহেরপুর কোর্ট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
রাঙামাটি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার বিচারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার ব্যানারে বনরূপা জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়।