রাঙামাটির কাপ্তাই হ্রদে পানিতে ডুবে ইফরাত নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। ইফরাত ঢাকার নাজিরাবাজার এলাকার মো. ওয়াসিমের ছেলে।
ফায়ার সার্ভিস জানায়, রাঙামাটির স্বর্ণদ্বীপ আইল্যান্ড রিসোর্টে বন্ধুদের সঙ্গে ঘুরতে আসেন ইফরাত। শনিবার সকালে কাপ্তাই হ্রদে কায়াকিং করতে নামেন তিনি। একপর্যায়ে কায়াক উল্টে হ্রদের পানিতে তলিয়ে যান ইফরাত। খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করে।
স্বর্ণদ্বীপ রিসোর্টের সত্ত্বাধিকারী আব্দুল ওয়াদুদ বলেন, ‘‘কায়াকিং করার সময় সবাই লাইফ জ্যাকেট পড়ে হ্রদে নামলেও ইফরাত পরেননি। হ্রদে বন্ধুদের সাথে মজা করার একপর্যায়ে ভারসাম্য হারিয়ে ইফরাতের কায়াক উল্টে যায় এবং তিনি হ্রদের পানিতে তলিয়ে যান।’’
রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো. জসীম উদ্দিন বলেন, ‘‘কাপ্তাই হ্রদে কায়াকিং করতে নেমে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।’’