পঞ্চগড়ে পুলিশ নারীকল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) পুনাকের পঞ্চগড় জেলা সভানেত্রী শাহিনুর আক্তার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুই শতাধিক অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলাম, সদর থানার ওসি আশরাফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার, সেকেন্ড অফিসার কাইয়ুম আলী প্রমুখ।
শাহিনুর আক্তার বলেন, ‘‘সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো পুনাকের নিয়মিত কার্যক্রমের অংশ। সেই ধারাবাহিকতায় জেলা পুলিশের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।’’