চট্টগ্রামের সন্ত্রাসী বুইস্যা বাহিনীর প্রধান শহীদুল ইসলাম প্রকাশ বুইস্যাকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২০ ডিসেম্বর) মধ্যরাতে নগরীর বহদ্দার হাট এলাকা থেকে এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতের কাছ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার হয়েছে।
র্যাব-৭-এর ভারপ্রাপ্ত অধিনায়ক স্কোয়াড্রান লিডার মো. মিজানুর রহমান জানান, বুইস্যা বাহিনীর প্রধান বুইস্যা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী এবং মাদক সম্রাট। তাকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীর্ঘদিন ধরে চেষ্ঠা চালাচ্ছিল। শনিবার রাতে নগরীর বহদ্দার হাট এলাকায় বুইস্যার অবস্থান নিশ্চিত হয়ে র্যাবের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্রসহ বুইস্যাকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হন।
তিনি জানান, গ্রেপ্তার বুইস্যার বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।