সারা বাংলা

নওগাঁয় কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন

নওগাঁয় শীতের দাপট বেড়েছে। সকাল হতেই বৃষ্টির মতো ঝরছে শিশির। কুয়াশায় ভিজে যাচ্ছে রাস্তা-ঘাট। দিনভর কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

সোমবার (২১ ডিসেম্বর) বদলগাছী উপজেলা কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণ অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সকাল ৯টায় নওগাঁ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলেও রাত ও ভোরে বৃষ্টির মতো শিশির ঝরতে দেখা যায়।

বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা আরমান হোসেন জানিয়েছেন, তিন দিন ধরে মেঘ ও কুয়াশার চাদরে সূর্য ঢাকা পড়ায় শীতের প্রকোপ বেশি হচ্ছে। এ অবস্থা আরো কয়েক দিন থাকতে পারে।