ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য কিশোরগঞ্জ-৩ (তারাইল-করিমগঞ্জ) আসনে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে চুন্নুর পক্ষে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার ভাতিজা এ কে এস জামান সম্রাট।
তাড়াইল উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারহানা শিরিন বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের সহযোগী হিসেবে জাতীয় পার্টির তৎকালীন মহাসচিব মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে একাধিক মামলা হয়। এরপর থেকে তিনি করিমগঞ্জ–তাড়াইল এলাকায় আর আসেননি।