সারা বাংলা

ধামরাইয়ে আচরণবিধি লঙ্ঘন করে এনসিপি প্রার্থীর প্রচারণার অভিযোগ

নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকার ধামরাইয়ে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে ঢাকা-২০ (ধামরাই) আসনে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ধামরাই উপজেলার চৌহাট এলাকায় একটি বাড়ির উঠোনে নির্বাচনকে সামনে রেখে আয়োজিত ‘নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা’য় তিনি উপস্থিত ছিলেন। ওই সভায় তাকে বক্তব্য দিতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করা এই মতবিনিময় সভার বিভিন্ন ভিডিওতে দেখা যায়, স্থানীয় অন্তত শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এনসিপির এই প্রার্থী। প্রার্থীর অবস্থানের ঠিক পেছনেই রয়েছে এনসিপির প্রতীকযুক্ত নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভার ব্যানার।

এসময় সভায় বক্তব্য শুরুর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। বক্তব্যে এনসিপির এই প্রার্থী উপস্থিত ভোটারদের কাছে এলাকার জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করার পাশাপাশি নিজের পরিচয় ও রাজনৈতিক লক্ষ্য তুলে ধরেন। 

বক্তব্যের শেষে হ্যান্ড মাইকে এই প্রার্থীকে ‘উপজেলা ধামরাই, গড়ে তুলবো আমরাই’ স্লোগানও দিতে দেখা যায়। মতবিনিময় সভা শেষে সেখানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

এর আগে গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার পৌরশহরে একটি রেস্টুরেন্টে এক ‘নির্বাচনী প্রচারণা উদ্বোধন অনুষ্ঠান’ আয়োজন করে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচনী প্রচারণাসহ নির্বাচনসংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ডের আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা দেন এই প্রার্থী।

এছাড়া যোগাযোগ করলে অবশ্য এই প্রার্থী নিজেও এই প্রতিবেদকের কাছে প্রতিদিনই নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কথা জানান। সর্বশেষ গতকালও নিজ বাসার আশপাশে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বলে নিশ্চিত করেন। 

প্রতিদিনই নির্বাচনী প্রচারণা করছেন কিনা এ সময় জানতেও চাওয়া হলে তিনি বলেন, ‘‘হ্যাঁ, প্রতিদিনই ভোটার যোগ করা, মানুষের সঙ্গে মিট করা- এগুলো করছি।’’

যদিও পরবর্তীতে প্রচারণার সময় শুরুর আগেই আচরণবিধি লঙ্ঘন করে কেন তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সেটি জানতে চাওয়া হলে তিনি নির্বাচনী প্রচারণা চালানোর এই কথা সরাসরি অস্বীকার করে কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

এসময় ঢাকা-২০ আসনে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বলেন, ‘‘আমরা আসলে প্রচারণা করছি না। আমরা জাস্ট মানুষের সঙ্গে পরিচিত হচ্ছি। আমার বক্তব্য যদি আপনি লক্ষ্য করেন, আমরা বলেছি যে আমরা নির্বাচনী প্রচারণার যে পরিকল্পনা, সেটা শুরু করব। তো আমরা পরিকল্পনাটা শুরু করেছি। মানুষের সঙ্গে পরিচিত হচ্ছি। কোথাও আমাদের মার্কাসহ একটাও লিফলেট মানুষের কাছে আমরা এখনো দেইনি।’’

এসময় কোনোভাবে আচরণবিধির লঙ্ঘন করা হচ্ছে না দাবি করে এই প্রার্থী বলেন, ‘‘আমার যারা আইনজীবী আছেন, আমরা সবকিছু একদম কমপ্লায়েন্সের ভেতরে থেকেই কাজ করি এবং এই জন্য আমি আমার একটা লিফলেটও এখনো আমার ভোটারদের কাছে দেইনি। কারণ, আমি নির্বাচনী প্রচারণা একমাত্র আমার নির্বাচন কমিশনের যে গাইডলাইন, সেটার বাইরে আমি এক বিন্দুও যাব না।’’

এসময় তিনি দাবি করেন, এখন যে জনসংযোগ তিনি করছেন, সেটি মূলত ভোটারদের সঙ্গে পরিচিত হওয়ার উদ্দেশ্যে। এটিকে নির্বাচনী প্রচারণা বলতে রাজি নন তিনি।

যদিও কথার শুরুতে এই প্রার্থীর কাছে নির্বাচনী প্রচারণা কেমন চলছে তা জানতে চাওয়া হলে এই প্রার্থী বলেন, ‘‘প্রচারণা আলহামদুলিল্লাহ ভালোই চলছে, আমরা রেসপন্সটা অনেক ভালো পাচ্ছি।’’

এসময় তিনি আরো বলেন, ‘হিউজ নাম্বার অফ পপুলেশন তারা আসলে নতুনত্ব কিছু দেখতে চায় এবং অবশ্যই যোগ্য কিছু একটা দেখতে চায়। এইটা আমরা যেটা ফিল্ড সার্ভে করে বুঝলাম। আর তাছাড়া আমাদের সঙ্গে যারা অপোনেন্ট পার্টি আছেন, তারাও অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ, অনেক দীর্ঘদিনের। আমি মনে করি, তাদের কাছ থেকে আমাদের অনেক শেখার আছে। এটা আসলে ওই রেষারেষির কোনো বিষয় না। আমরা যেহেতু নতুন রাজনীতিতে বিশ্বাসী, আমরা আসলে সবাই একসঙ্গে মিলেই কাজ করে ভালো কিছু করার পক্ষপাতী। দিনশেষে জনগণের স্বার্থই আমাদের কাছে সবচেয়ে বড় স্বার্থ-দেশ ও জাতির স্বার্থ।’’

যোগাযোগ করলে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ঢাকা-২০ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা খান সালমান হাবীব জানান, বিষয়টি এখনো তিনি অবগত নন। 

এসময় তিনি বিষয়টি নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) কে বিষয়টি জানানোর জন্য অনুরোধ করেন।

পরবর্তীতে এ বিষয়ে ধামরাই সহকারী কমিশনার (ভূমি) ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী আচরণবিধি প্রতিপালনার্থে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফির সঙ্গে যোগাযোগ করা হয়। পাশাপাশি তার হোয়াটসঅ্যাপে এই প্রার্থীর গত শুক্রবারের নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভার ভিডিও পাঠিয়ে বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘উনি আসলে আচরণবিধি-যেহেতু এখনো প্রচারণা শুরু হয়নি-উনি এভাবে করতে পারেন না। আমরা উনাকে যেহেতু সরাসরি আমাদের সম্মুখে সংগঠিত হতে দেখিনি, আমরা উনাকে মৌখিকভাবে সতর্ক করব। পরবর্তীতে যদি আমাদের একদম সরাসরি সম্মুখে সংগঠিত হয়, তারপরে আমরা অন্যান্য আইনি ব্যবস্থা নেব।’’