সারা বাংলা

ইতালিতে রেল দুর্ঘটনায় প্রাণ হারালেন মাদারীপুরের ফরহাদ 

ইতালিতে রেল দুর্ঘটনায় মো. ফরহাদ হোসেন মাতুব্বর (৩৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে নিহতের পরিবারের সদস্যরা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ফরহাদ হোসেন মাতুব্বর মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি গ্রামের পিটিআই রোড-সংলগ্ন এলাকার বাসিন্দা ছিলেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে ইতালির ইমোলা রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৫০০ মিটার দূরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন ফরহাদ।

ফরহাদ হোসেন মাতুব্বর ২০২৪ সালের ২১ জুন ইতালিতে যান। সেখানে অবস্থানকালে তিনি প্রথমে ভিয়া গোরিজিয়া ১৭, কাম্পোবাসো এলাকার একটি ক্যাম্পে থাকতেন। কাজের সন্ধানে দুই মাস আগে তিনি ফোরলি শহরে যান।

ফরহাদের আকস্মিক মৃত্যুতে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানিয়েছেন, ফরহাদের মরদেহ দেশে আনার বিষয়ে তার পরিবার সহায়তা চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে। 

এক্ষেত্রে ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন ইউএনও।