বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের অধীন কসবা ও আখাউড়া উপজেলায় বর্ণাঢ্য আনন্দ মিছিল করা হয়েছে। আলহাজ কবীর আহমেদ ভূঁইয়ার নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে বিএনপি এবঙ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
মিছিলে কসবা ও আখাউড়া উপজেলার দুটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল, জাসাস, ওলামাদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে কসবা ও আখাউড়ার প্রধান সড়কগুলো।
সমাবেশে বক্তারা বলেন, দলের চরম দুঃসময়ে কবীর আহমেদ ভূঁইয়া বিএনপির নেতৃত্বের হাল ধরেছিলেন। দলের জন্য কাজ করতে গিয়ে ফ্যাসিস্ট সরকারের দোসর অবৈধ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে তাকে এবং তার পিএস আজাদকে গুম ও অমানুষিক নির্যাতনের শিকার হতে হয়। নির্যাতনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে, ওই সময় তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এবং পরবর্তীতে তার ধমনীতে দুটি রিং পরানো হয়। এত নির্যাতনের পরও তিনি রাজপথ ছাড়েননি; বরং সকল আন্দোলন-সংগ্রামে সম্মুখভাগে থেকে দলকে সুসংগঠিত করেছেন।
তারা বলেন, কবীর আহমেদ ভূঁইয়া এই জনপদের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। করোনা মহামারির সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা, কসবা ও আখাউড়া উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে, এমনকি বিদেশেও তিনি ত্রাণ তৎপরতা চালিয়েছেন। বন্যা, অগ্নিকাণ্ডসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন অর্থনৈতিক ও মানবিক সহায়তা নিয়ে। মিথ্যা মামলায় জর্জরিত নেতাকর্মীদের জামিন নিশ্চিত করা, তাদের পরিবার দেখভাল করা এবং কারাবন্দি নেতাকর্মীদের আর্থিক সহায়তা দেওয়ার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
নেতৃবৃন্দ দাবি করেন, এমন অবস্থায় আখাউড়া ও কসবায় কবীর আহমেদ ভূঁইয়া ছাড়া অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে এলাকার মানুষ তা মেনে নেবে না। তারা দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কবীর আহমেদ ভূঁইয়ার মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানান।
কসবা উপজেলায় আনন্দ মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন কসবা উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বারের পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা পৌরসভা বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আইয়ুম খান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন কামাল।
অপরদিকে, আখাউড়া উপজেলায় মিছিলের নেতৃত্ব দেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, পৌরসভা বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আক্তার খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাউন্সিলর বাহার মিয়া এবং কসবা পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. বশির উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, কবীর আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়া হলে এই আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়া হবে।