দিনাজপুর-৩ (সদর উপজেলা) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির নেতারা।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা উপস্থিত ছিলেন।
বখতিয়ার আহমেদ কচি সাংবাদিকদের বলেছেন, বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এবং আশা–আকাঙ্ক্ষার শেষ আশ্রয় হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই মহিয়সী নারী নিজের জীবন বিপন্ন করেও কখনো বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের প্রশ্নে আপস করেননি। এমন একজন মহিয়সী নারী দিনাজপুর সদর-৩ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং আনন্দের বিষয়।
তিনি জনগণের উদ্দেশে বলেন, আমাদের প্রত্যাশা, আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। বেগম খালেদা জিয়ার জন্য এটি হয়ত জীবনের শেষ নির্বাচন। সেই বিবেচনায় আপনারা যেন তাকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে নিয়ে আসেন। আমরা বিশ্বাস করি, আপনারা তা করবেন। দিনাজপুরবাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মান দেবেন, এটাই আমাদের প্রত্যাশা।