সারা বাংলা

লালমনিরহাট সীমান্তে অনুপ্রবেশকালে ভারতীয় নাগরিক আটক

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দুর্গাপুর বিওপি ক্যাম্পের টহল দল তাকে আটক করে।

আটক বিশ্বজিৎ কুমার দাস (২৫) ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার শিববাড়ী চেচাখাতা গ্রামের অপু চন্দ্র দাসের ছেলে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুর্গাপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৯২৫/৫-এস হতে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউয়ারচর নামক স্থানে অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিশ্বজিৎকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে বাংলাদেশি ৮২০ টাকা, ভারতীয় ৮০০ রুপি এবং তার আধার কার্ডের একটি ফটোকপি উদ্ধার করা হয়।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘‘আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলার প্রস্তুতি চলছে। তাকে আদিতমারী থানায় হস্তান্তর করা হবে।’’