বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে বৃহস্পতিবার। এ উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। এ কর্মসূচি ঘিরে টাঙ্গাইলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
দলীয় সূত্র জানিয়েছে, সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে টাঙ্গাইল সদরসহ জেলার ১২টি উপজেলা থেকে অন্তত ৫০ হাজার নেতাকর্মী ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলের মনোনীত সংসদসদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর ব্যবস্থাপনায় এ জন্য একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বাস, ট্রাক, মাইক্রোবাস এবং ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন ধরনের পরিবহন প্রস্তুত রাখা হয়েছে।
জেলা বিএনপি সূত্র জানায়, শুধু টাঙ্গাইল শহর থেকেই অন্তত ১০০টি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। জেলা থেকে দুই শতাধিক বাস, শতাধিক মাইক্রোবাস এবং অসংখ্য ব্যক্তিগত গাড়িতে করে নেতাকর্মীরা ঢাকা যাবেন। প্রিয় নেতাকে একনজর দেখার প্রত্যাশায় ইতোমধ্যে জেলা ও উপজেলার বহু নেতাকর্মী নিজ উদ্যোগে ঢাকায় পৌঁছেছেন। আগামীকাল বৃহস্পতিবার ভোরে বাকিরা রওনা দেবেন বলে জানা গেছে।
জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ বলেন, ‘‘টুকু ভাইয়ের নেতৃত্বে টাঙ্গাইল থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকা যাবেন। ছাত্রদলের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি রয়েছে। উপজেলা পর্যায় থেকে আলাদাভাবে অংশগ্রহণ নিশ্চিত করা হবে।’’
জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ বলেন, ‘‘টাঙ্গাইল সদর থেকে তিন হাজার নেতাকর্মী যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জেলা থেকে প্রায় ৭ হাজার যুবদলের নেতাকর্মী সংবর্ধনায় অংশ নেবেন। সদরের কর্মীদের জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। যুবদলের পাশাপাশি কৃষক দল ও মহিলা দলের নেত্রীরাও নিজ নিজ উদ্যোগে ঢাকা যাচ্ছেন। জেলা শহরের নেতাকর্মীদের জন্য টি-শার্ট ও টুপি তৈরি করা হয়েছে।’’
এ প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘‘দীর্ঘ ১৭ বছর পর আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরছেন। এই প্রত্যাবর্তন ঘিরে শুধু টাঙ্গাইল নয়, সারা দেশের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস রয়েছে। আমদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। টাঙ্গাইল থেকে ৫০ থেকে ৬০ হাজার মানুষ ঢাকা যাবেন ইনশাল্লাহ। শুধু টাঙ্গাইল সদর থেকেই প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশ নেবেন।’’