সারা বাংলা

বড়দিন উপলক্ষে হিলি বন্দর ২ দিন বন্ধ 

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ দুইদিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি।

এছাড়াও বন্ধ রয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার। 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান। 

তিনি জানান, বড়দিন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল থেকে ভারতের সাথে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ দুইদিন বন্ধের পর আগামী শনিবার থেকে যথারীতি বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক হবে।

হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম জানান, যেকোন উৎসব বা দিবসে হিলি বন্দর বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকে, আজও স্বাভাবিক রয়েছে।