দিনাজপুরের হিলিতে ট্রাকচাপায় আলিফ হোসেন (২১) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে হিলির সিপি মোড়ে দুর্ঘটনার শিকার হন তিনি।
এ ঘটনায় ট্রাকটির চালককে আটক করেছে পুলিশ। মারা যাওয়া আলিফ পৌর শহরের চন্ডিপুর গ্রামের এনামুল হকের ছেলে।
হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, “আলিফ হিলি স্থলবন্দরের চারমাথা মোড় থেকে মোটরসাইকেলে করে সিপি মোড়ের দিকে যাচ্ছিলেন। বিরামপুর থেকে আসা একটি ট্রাক হিলির সিপি মোড়ে আলিফকে বহনকরা মোটরসাইকেলটিকে চাপা দেয়। গুরুতর অবস্থায় আলিফকে স্থানীয়রা হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তিনি জানান, প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক আলিফকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান। ঘাতক ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।