ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সোয়া ৭টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সালাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘সন্ধ্যার পর থেকে পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া পয়েন্টে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। সন্ধ্যার সোয়া ৭ টার দিকে শাহ মখদুম,এনায়েতপুরি ও ভাষা শহীদ বরকত নামের তিনটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। দুর্ঘটনা এড়াতে এরপর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফের এই নৌরুটে ফেরি চলাচল শুরু হবে।’’