শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে সিলেটে সর্বাত্মক অবরোধ পালন করছে ইনকিলাব মঞ্চ।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টায় নগরের চৌহাট্টা পয়েন্টে ইনকিলাব মঞ্চ সিলেট জেলা শাখা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি শুরু হয়।
অবরোধ কর্মসূচিতে আসা শিক্ষার্থী মীর লুৎফুর বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ভাই ছিলেন আধিপত্যবাদবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়ায় ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। এ কারণেই এই অবরোধ।
এ ছাড়াও কর্মসূচিতে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হলে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।