সারা বাংলা

ঘন কুয়াশা: বরিশালের সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ ঘোষণা

ঘন কুয়াশার কারণে বরিশাল থেকে ঢাকার রুটসহ অভ্যন্তরীণ যাত্রীবাহী সব নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। হঠাৎ এ সিদ্ধান্তের কারণে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বরিশালের সঙ্গে সারা দেশের নৌ চলাচল স্থগিত থাকবে।

যাত্রীরা জানিয়েছেন, হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। এছাড়া সপ্তাহের প্রথম দিন হওয়ায় বাসের টিকিটও পাওয়া যাচ্ছে না, ফলে তারা দ্বিগুণ সমস্যার মুখোমুখি হয়েছেন।

বরিশাল নদীবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জুলফিকার বলেন, ‘‘রবিবার রাত ৯টার দিকে বরিশাল থেকে এম খান-৭, এমভি পারাবত-১০, এমভি পারাবত-১২, সুরভী-৭ ও ভায়রা রুটসহ পাঁচটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা দেওয়ায় কেবিন যাত্রীদের টাকা ফেরত দেওয়া হয়েছে।’’