সারা বাংলা

নির্বাচন না হওয়ার কোনো সংশয় নেই: আসাদুজ্জামান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর নির্বাচন না হওয়ার আর কোনো সংশয় নেই বলে মন্তব্য করেছেন সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেছেন, ‘‘যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান, যারা স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করতে চান; তাদের কাছে আগামী নির্বাচন অত্যন্ত মূল্যবান এবং এই নির্বাচনের কোনো বিকল্প নেই।’’

রবিবার (২৮ ডিসেম্বর) ঝিনাইদহের শৈলকুপার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঝিনাইদহ-১ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, ‘‘আমি যদি নির্বাচিত হই, তাহলে প্রথম অঙ্গিকার হবে বাংলাদেশে সুশাসন নিশ্চিত করা। সুশাসনের সঙ্গে সম্পৃক্ত যা কিছু আছে সেই পরিবেশ নিশ্চিত করা। শিক্ষা, নারীদের অধিকার, দুর্নীতিমুক্ত সমাজ এবং মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা এই সবকিছুর জন্য কাজ করব। আইনের শাসন নিশ্চিত করে সর্বোপরি বাংলাদেশের মানুষ যাতে আজীবন তার নিজের পছন্দমতো ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই আমার অঙ্গীকার।’’

তিনি আরো বলেন, ‘‘আপনারা দেখেছেন ইতোমধ্যে সংবিধানের ত্রয়োদশ সংশোধনের রায় রিভিউ করে বাংলাদেশের মানুষ যাতে তার ভোটাধিকার নিশ্চিত করতে পারে, সেই পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমি সংগ্রাম করেছিলাম এবং সেই সংগ্রামে বিজয়ী হয়েছি। এখন প্রতি পাঁচ বছর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সেই পরিবেশ আমরা আইনসঙ্গতভাবে নিশ্চিত করেছি।’’