বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘‘শেখ হাসিনা পালানোর পর এই সরকারের আমলে যারা লুটপাট, চাঁদাবাজি ও দখলদারিতে জড়িত ছিল; মানুষ তাদের ক্ষমতায় দেখতে চায় না। জনগণ দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। এ দেশের মানুষ আর হাওয়া ভবন দেখতে চায় না।”
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল আমিনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসেন, পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহীম প্রমুখ।
ডা. তাহের বলেন, “আল্লাহর ওপর ভরসা রেখে এবং জনগণের সমর্থন নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। নির্বাচিত হলে দুর্নীতি নির্মূল, সন্ত্রাস ও অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখব। কুমিল্লা-১১ আসনের মানুষের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান অঙ্গীকার।”
তিনি বলেন, “বেকারত্ব দূরীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, নারীদের মর্যাদা ও মানোন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করব। সমাজের সুধীজন, শ্রমজীবী মানুষ, সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় একটি ন্যায়ভিত্তিক ও সুন্দর সমাজ গড়ে তুলতে চাই।”
নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরে জামায়াত নেতা বলেন, ‘‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম বৈশিষ্ট্য হলো—এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত এবং বিএনপি কার্যত একা হয়ে পড়েছে। পাশাপাশি চব্বিশের গণঅভ্যুত্থানের পক্ষে ও ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে।’’
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “জনগণের প্রত্যাশা, এবারের নির্বাচনে কমিশন, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে।”