ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে তিনি কুষ্টিয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আবুল হাশেম, সেক্রেটারি জেনারেল সুজাউদ্দিন জোয়ারদারসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।