সারা বাংলা

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ভটভটি উল্টে নিহত ২

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় ভটভটি উল্টে ২ জন নিহত হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলার চাটখৈর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁর রানীনগর উপজেলার চঞ্চল (৪৫) ও একই গ্রামের রফিকুল ইসলাম (৫৫)।

আদমদিঘী থানার ওসি আতাউর রহমান বলেন, ‘‘বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক দিয়ে একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। চাটখৈর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটিকে ধাক্কা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। এতে ভটভটিতে সড়কের পার্শ্বে উল্টে পড়ে। এ সময় চালক চঞ্চল ও যাত্রী রফিকুল ভটভটির নিচে চাপা পড়েন। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’’