সারা বাংলা

ডাম্প ট্রাকের চাপায় শিক্ষার্থীর পা বিচ্ছিন্ন

কুষ্টিয়ার কুমারখালীতে বালুবোঝাই ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থীর এক পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। দুর্ঘটনায় তার অপর পা-টিও গুরুতরভাবে থেঁতলে গেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে আলাউদ্দিন নগর–শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ী আঞ্চলিক মহাসড়কের আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্কের দ্বিতীয় গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম মমিনুর রহমান (২২)। তিনি কুমারখালীর কয়া ইউনিয়নের কালোয়া গ্রামের আসাদুল মুন্সীর ছেলে এবং কুষ্টিয়ার একটি প্যারামেডিকেল প্রতিষ্ঠানের প্রথম বর্ষের ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের আঁকাবাঁকা ও ঝুঁকিপূর্ণ মোড়ে মমিনুর মোটরসাইকেল চালিয়ে শিলাইদহের দিকে যাচ্ছিলেন। এ সময় বালুবোঝাই একটি ডাম্প ট্রাক আলাউদ্দিন নগরের দিকে আসছিল। ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি স্লিপ করে সড়কে পড়ে যায়। মুহুর্তের মধ্যে ট্রাকটির সামনের চাকা তার দুই পায়ের ওপর উঠে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মমিনুরকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, আহত ব্যক্তির অবস্থা খুবই সংকটাপন্ন। প্রাথমিকভাবে রক্তক্ষরণ বন্ধের জন্য অস্ত্রোপচার চলছে। প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হতে পারে।

দুর্ঘটনাস্থলে রক্তের দাগ ও বিচ্ছিন্ন পা পড়ে আছে। পুলিশ ডাম্প ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করেছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ডাম্প ট্রাকের চাপায় এক শিক্ষার্থীর এক পা বিচ্ছিন্ন হয়েছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ওই সড়কের আঁকাবাঁকা মোড়ে বালুবোঝাই ট্রাকগুলো অতিরিক্ত গতিতে চলাচল করে। এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত ট্রাক চলাচল নিয়ন্ত্রণের দাবি জানান।