রাঙামাটির কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সীতারঘাট আটাশ বাগান এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এই ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মো. সরোয়ার বলেন, “বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় আমরা জানতে পারি নাই।”
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাপ্তাই থানার (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল। তিনি বলেন, “হাতির আঘাতে ঐ নারীর মৃত্যু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন জানান, এলাকাটি বন্য হাতির চলাচলের পথ। বন্য হাতির দল ঐ পথ দিয়ে যাওয়ার সময় মানসিক ভারসাম্যহীন ওই নারীকে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।