চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে তাপমাত্রার পরদ কমেছে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস। ফলে প্রচণ্ড শীতে চরম বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন ডায়রিয়া ও নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্তরা।
বুধবার (৩১ ডিসেম্বর) চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জেলার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, এ জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আগামী ২ জানুয়ারি থেকে তাপমাত্রা বাড়তে পারে। তবে ৬ জানুয়ারি থেকে আবারো তাপমাত্রা কমার পূর্বাভাস রয়েছে।