সারা বাংলা

গোপালগঞ্জ বিএনপির ১০ হাজার নেতাকর্মী ঢাকায়

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন গোপালগঞ্জ বিএনপির প্রায় ১০ হাজার নেতাকর্মী।

বুধবার (৩১ ডিসেম্বর) ভোরে জেলা শহরসহ পাঁচটি উপজেলা থেকে বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারে রওনা হয়ে ঢাকায় পৌঁছাতে শুরু করেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মঙ্গলবার রাতেও অনেকে ঢাকার পথে রওনা হন।

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন বলেন, “বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আমাদের নেতাকর্মীরা ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন। আমরাও ঢাকায় যাচ্ছি। মঙ্গলবার রাতে অনেক নেতাকর্মী ঢাকায় গেছেন। আমরা দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই।”

গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লব বলেন, “আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি পরিবার শোহাহত। আমরা তার জানাজা ও দাফনে অংশ নেব। সব কর্মসূচি শেষ করে এরপর গোপালগঞ্জে ফিরব।”

গোপালগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী ডা. কে এম বাবর বলেন, “নেত্রীর মৃত্যুতে দলের এবং দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা কোনভাবে পূরণ হবার নয়। আমরা আল্লাহ কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছি, যেন তিনি তাকে বেহেস্ত নসিব করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় গোপালগঞ্জ থেকে অন্তত ১০ হাজার বিএনপির নেতাকর্মী অংশ নেবেন।”