সারা বাংলা

স্কুল শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৩

নীলফামারীর কিশোরগঞ্জে এক স্কুল শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে দায়ের হওয়া মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান। এর আগে, গত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল এলাকার হাসেম আলির ছেলে আশরাফ আলি( ২৫), তপন মিয়ার ছেলে জাহিদ হোসেন (২২) ও সফিকুল ইসলাম ভুট্টুর ছেলে সালমান হোসেন (২১)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল। গত সোমবার রাতে ভুক্তভোগী টয়লেটে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে অপহৃত হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে।

ওসি লুৎফর বলেন, ‘‘স্কুল শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে দায়ের হওয়া মামলায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।’’