সারা বাংলা

শেখ মুজিবের সমাধিসৌধ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম ইব্রাহিম হোসেন সোহেল (৩০)। তিনি টুঙ্গিপাড়া উপজেলার সহ-সভাপতি।

বুধবার (৩১ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গত রাত ৮টার দিকে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, ‘‘গত ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সেই ঘটনার তদন্তে ছাত্রলীগ নেতা সোহেলের সম্পৃক্ততা পাওয়া গেছে। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’’